ইসলাম ধর্ম ১

মোবারকবাদ | আমরা আল্লাহ্ তার রাসুলকে মহব্বত করি |
হজরত আবু হুরাইরাহ্(রাঃ) বলেনঃরাছুলুল্লাহ্ (ছঃ) বলিয়াছেনঃ ইছলাম মদীনার দিকে গুটিয়া আসিবে যেভাবে সাপ(ঘুরিয়া ফিরিয়া অবশেষে)তার গর্তের দিকে গুটিয়ে আসে ।ব্যাখ্যা-বর্তমানে সৌদী আরব ভিন্ন অন্য কোন দেশে কোরআন ও সুন্নার আইন চালু নেই অর্থার্ত সৌদী আরব ভিন্ন অন্য কোন দেশে ইছলাম নেই ।
হজরত আবু হুরাইরাহ্(রাঃ) বলেনঃরাছুলুল্লাহ্ (ছঃ) বলিয়াছেনঃ এমন সময় সমাগত প্রায় যখন মানুষ(দ্বীনী)এলেমের তালাশে দুনিয়া ঘুরিয়া বেড়াইবে কিন্তু কোথায়ও মদীনার আলেমের অপেক্ষা অধিক বিজ্ঞ আলেম পাইবে না ।
হজরত আলী (রাঃ)বলেন, আমি শুনিয়াছি, রাছুলুল্লাহ্(ছাঃ)বলিয়াছেনঃ অচিরেই শেষ যুগে এমন কিছু সংখ্যক নিরবোধ যুবকের আবির্ভাব হইবে যাহারা লোক সমাজে সবার চাইতে উত্তম কথা বলিবে । কিন্তু ঈমান তাহাদের গলদেশের অভ্যন্তরে প্রবেশ করিবে না । এবং তাহারা দ্বীন ত্যাগ করিয়া এমনভাবে বাহির হইয়া যাইবে যেমন, তীর শিকার ভেদ করিয়া বাহির হইয়া যায়, সুতরাং তোমরা ইহাদিগকে যেইখানেই পাইবে হত্যা করিবে, কেননা, যাহারাই ইহাদিগকে হত্যা করিবে, কিয়ামতের দিন উহারা পুরস্কৃত হইবে ।
হজরত আবু ছাইদ খুদরী(রাঃ)ও আনাছ বিন মালেক (রাঃ)বলেনঃ রাছুলুল্লাহ্ (ছঃ) বলিয়াছেনঃ অচিরেই আমার উম্মতের মধ্য মত বিরোধ ও দলাদলি দেখা দিবে । তাহাদের মধ্যে একদল এমন হইবে যে, কথা বলিবে খুব চমকপ্রদ কিন্তু তাদের কাজকর্ম হইবে মন্দ । তারা কুরআন মজীদ পাঠ করিবে বটে কিন্তু উহা তাহাদের গলার তলদেশে প্রবেশ করিবে না ।তাহারা দ্বীন(ইসলাম) হইতে এমন ভাবে বাহির হইয়া যাইবে, যেমন তীর শিকার ভেদ করিয়া বাহির হইয়া যায় ।ফলে তীর তাহার ধনুকের দিকে ফিরিয়া না আসা পরযন্ত তাহারাও দ্বীনের দিকে ফিরিয়া আসিবে না ।(অর্থাত  তীর যেমন ধনুকের দিকে ফিরে আসে না, তারাও ইসলামে ফিরে আসবে না) ।উহারাই হইল সৃষ্টির মধ্য নকৃষ্টতম এবং বদতর জাতি ।যাহরা উহাদিগকে হত্যা করিবে এবং তাহারা যাহাকে কতল করিবে তাহাদের জন্যে সুসংবাদ রহিয়াছে জান্নাতের(কেননা উহাদিগকে কতল করিলে হইবে গাজী, আর তাহারা যাহাদিগকে কতল করিবে তাহারা হইবে শহীদ)।উহারা মানুষদিগকে আল্লাহ্রর কিতাবের দিকে আহবান করিবে অথচ কোন কিছুতেই তাহারা আমাদের তরীকার উপর হইবে না ।অতএব যাহারা তাহাদের সহিত যুদ্ধ করিবে, তাহারাই আল্লাহ্ বন্ধু, (যদিও উহারা আল্লাহ্রর কিতাবের দিকে আহবান করে)উহারা(আল্লাহ্রর বন্ধু) নহে ।

http://www.solutionsams89.blogspot.com

http://www.hobbiesams89.blogspot.com 


http://samples98.wordpress.com/
সুবহানাল্লাহ্!

No comments:

Post a Comment